আমাদের সম্পর্কে
আমার নাম শরৎ কোটিয়ন। আমি 2016 সাল থেকে সংস্কৃত অভ্যাস শুরু করেছি। আমি 1998 সাল থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাজ করেছি। আমি 2014 সালে আমার প্রথম সংস্কৃত পাঠ রপ্ত করেছি সেই থেকেই, আমি আমার পূর্বোক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অষ্টাধ্যায়ীর সূত্রের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটটি তৈরি করে চলেছি। সুপর্ণা কোটিয়ন এবং মুকেশ কুমার বুদানিয়ার সাহায্য ও সহযোগিতা ব্যতীত এই ওয়েবসাইটের বিকাশ করাটা সম্ভব ছিলো না। আমি অবশেষে এই সাইটে অষ্টাধ্যায়ীতে উপস্থিত সমস্ত সূত্র প্রয়োগ করতে চাই। আমার লক্ষ্য হল এই সাইটটিকে ছাত্র এবং শিক্ষকদের সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে গড়ে তোলা।
পাঠ্যক্রম থেকে আমি যা শিখেছি
ব্যবহৃত সাইটগুলি